Friday, August 25, 2017

সময়ের মূল্য

এই গ্রহের সবচেয়ে মূল্যবান বস্তু হল সময়। সময় নষ্ট করার ক্ষেত্রে আমাদের বাঙ্গালিদের সারাবিশ্বে জুড়ি মেলা ভার। অলস সময় কাটানোর ক্ষেত্রে আমরা অপ্রতিদ্বন্দ্বী। অথচ সময়ের সদ্ব্যবহার করতে পারলে আমরা সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারি। পৃথিবীতে আজ যে সকল ব্যক্তিবর্গ সাফল্যের স্বর্ণশিখরে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাদের সবাই সময়ের পূঙ্খানুপূঙ্খ ব্যবহার করেছেন। সময়ের সঠিক ব্যবহার করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সময়ের গুরুত্ব অনুধাবন করতে হবে। সময় যে সবচেয়ে মূল্যবান বস্তু এটা আগে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়ের সঠিক ব্যবহারের। যেকোনো বিষয়ের ক্ষেত্রেই বিষয়টির গুরুত্ব অনুধাবন সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ। আমাদের অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই বিষয়টি লক্ষ্য করা যায় যে আমরা যেকোনো বিষয়েই গভীরভাবে চিন্তাভাবনা না করেই মতামত দিয়ে ফেলি। এতে করে বিষয়টি গুরুত্ব হারিয়ে ফেলতে শুরু করে সেটা আমাদের মাথাতেই থাকেনা। জীবনে সফল হতে হলে সময়ের সঠিক ব্যবস্থাপনার (যেটাকে ইংরেজিতে Time Management বলে) কোনো বিকল্প নেই। সময়ের অপচয় যে আমাদের সাফল্যের সবচেয়ে বড় অন্তরায় এটা যখন আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারব তখনই আমরা সময় ব্যবস্থাপনায় একধাপ এগিয়ে যাব। শিডিউল বা সময়সূচি আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে সহায়তা করে। পৃথিবীর সকল সফল ব্যক্তিরায় শিডিউল মেনে চলেন। তাঁরা তাদের প্রত্যেকটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারন করেন এবং উক্ত সময়ের মধ্যেই কাজটি সম্পর্ন করেন। আমাদের দেরি করার প্রবণতা বা শেষ সময়ে কাজটি করার জন্য ফেলে রাখার প্রবণতার কারনে কোন কাজ সঠিক সময়ের মধ্যে সম্পর্ন ্করতে পারিনা।এই সময়ক্ষেপন করার প্রবণতা থেকে আমরা তখনই মুক্ত হতে পারব যখন আমরা সময়ের কাজটি যথাসময়েই শেষ করতে সচেষ্ট হব।যতদিন পর্যন্ত আমাদের মাঝে আত্বউপলব্ধি না আসবে ততদিন পর্যন্ত আমরা সময়ের মূল্য দিতে পারবনা। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আমি আপনাদেরকে Time Management Matrix নিয়ে কিছু বলার চেষ্টা করব আমার পরবর্তি পোষ্টে যেটা আমি Stephen R. Covey এর বই "Seven Habits of Highly Effective People" থেকে পেয়েছি। 


No comments:

Post a Comment

সময়ের মূল্য

এই গ্রহের সবচেয়ে মূল্যবান বস্তু হল সময়। সময় নষ্ট করার ক্ষেত্রে আমাদের বাঙ্গালিদের সারাবিশ্বে জুড়ি মেলা ভার। অলস সময় কাটানোর ক্ষেত্রে আমরা অ...